ড্রাগ এন্টিবায়োটিক আবিষ্কৃত হয়েছে উদ্ভিদ থেকে। সঠিক পদ্ধতিতে প্রাকৃতিক খাবার খেলে ড্রাগ এন্টিবায়োটিক এর প্রয়োজন হয় না।
কার্যকারীতার ভিন্নতা অনুসারে
তিন ধরনের ড্রাগ এন্টিবায়োটিক রয়েছে। প্রথম ধরনের ড্রাগ
এরা ব্যাকটেরিয়ার কোষ প্রাচির তৈরী ব্যহত করার মাধ্যমে নতুন ব্যকটেরিয়ার জন্ম প্রতিরোধ করে। এই গ্রুপের দুটি প্রধান ড্রাগ হচ্ছে ; ১) পেনিসিলিন ২) সেফালোসফোরিন। এ দুটি ড্রাগ একই প্রক্রিয়ায় ব্যকটেরিয়া ধ্বংশ করে।
দ্বিতীয় ধরনের ড্রাগ গুলো ব্যকটেরিয়ার প্রোটিন তৈরি ব্যহত করার মাধ্যমে এর বৃদ্ধি প্রতিরোধ করে। এ গ্রুপের এন্টিবায়োটিক গুলোর জেনেরিক নাম গুলো হচ্ছে;
Azithromycin (C38H12N2O12),
Erythromycin (C37H67NO13), Ciprofloxacin (C17H18FN3O3),
Lvofloxacin , Tetracycline (C22H24N2O8),
Gentamycin (C21H43N5O7)
৩য় ধরনের কিছু ড্রাগ যারা ব্যকটেরিয়ার ফলিক এসিড (ভিটামিন বি-৯) কে বাধাগ্রস্ত করার মাধ্যমে ব্যকটেরিয়ার ডিএনএ গঠন কে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে ব্যকটেরিয়ার মৃত্যু হয়। এ গ্রুপের ড্রাগ গুলো Sulphamethoxazole
(C10H11N3O3S), Trimethoprim (C14H18N4O3).
পেনিসিলিন (Penicillin C9H11N2O4S)
এর প্রধান রসায়ন পেনিসিলিনিক এসিড । ১৯২৮ সালে আলেকজান্ডার ফ্লেমিং , পেনিসেলিয়াম নোটানাম নামক এক ধরনের ফাঙ্গাস (Mushroom) হতে এ উপাদানটি পৃথক করেন। এটিই গবেষনার মাধ্যমে প্রমানিত প্রথম এন্টিবায়োটিক যা পেনিসিলিন নামে পরিচিত। পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষনাগারে সিনথেটিক ও সেমিসিনথেটিক বিভিন্ন ধরনের পেনিসিলিন আবিষ্কার করেন।
বর্তমানে সাড়া বিশ্বে ড্রাগএন্টিবায়োটিক হিসাবে ব্যবহৃত জেনেরিক(Penicillin) নাম গুলি উল্লেখ করা হলো।
এম্পিসিলিন (Amicillin
C16H19N3O4S):
বেনজাইথিন পেনিসিলিন
(C16H18N2O4S):
Cloxacillin (C19H18ClN3O5S):
Flucloxacillin (C19H17ClFN2O5S):
Amoxicillin (C16H19N3O5S):
Benzylpencillin (C16H18N2O4S):
উপরিউক্ত পেনিসিলিন গ্রুপের ড্রাগ গুলো একই প্রক্রিয়ায় অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি ব্যহত করার মাধ্যমে এর মৃত্যু ঘঠায়।
সেফালোসফোরিন
এন্টিবায়োটিক উপাদান সেফালোসফোরেনিক এসিড (Cephalosporanic
acid C10H12N2O5S) ১৯৪২ সালে সামুদ্রিক ফাঙ্গাস এক্রিমোরিয়াম (Mushroom) থেকে পৃথক করা হয়। পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষনার মাধ্যমে সিনথেটিক ও সেমিসিনথেটিক সেফালোসফোরিন আবিষ্কার করেন। এ গ্রুপের (Cephalosporin) জেনেরিক নাম গুলো দেয়া হলো:
Cefixime (C16H15N5O7S2):
Cefradin (C16H19N3O4S):
Cefpodoxim (C15H17N5O6S2):
Cefuroxime (C16H16N4O8S):
Ceftazidime (C22H22N6O7S2):
Ceftraixone (C18H18N8O7S3):
Cefeprim (C19H24N6O5S2):
উপরিউক্ত ড্রাগএন্টিবায়োটিক গুলো একই প্রক্রিয়ায় অর্থাৎ ব্যকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি ব্যহত করার মাধ্যমে এর বংশ বৃদ্ধি প্রতিহত করে।
মানুষের দেহে প্রাকৃতিক ব্যকটেরিয়া বিধ্বংশি ক্ষমতা রয়েছে। দেহের চর্ম,
মুখের লালা, নাকের শ্লেষা, কানের খৈল, পাকস্থলির এসিড, যোনিদ্বারের এসিড, রক্তের শ্বেতকনিকা প্রাকৃতিক এন্টিব্যকটেরিয়াল,এন্টিফাঙ্গাল, এন্টিভাইরাল। দেহের কোষ গুলো স্বুস্থ্য ও সবল রাখলে প্রাকৃতিক ভাবেই দেহ জীবানুমুক্ত থাকে।
প্রাকৃতিক কিছু উদ্ভিদ যেমন ঔষধী মাশরুম,এচিনসিয়া, রসুন , হলুদ এর জীবানু বিধ্বংশি ক্ষমতা বৈজ্ঞানিক গবেষনায় প্রমানিত। এলোপ্যাথিক ড্রাগ চিকিৎসায় ব্যবহৃত প্রধান তিনটি এন্টিবায়োটিক (পেনিসিলিন, সেফালোসফোরিন, ও এজিথ্রোমাইসিন) এর উপাদান আবিষ্কৃত হয়েছে উদ্ভিদ থেকে।
Written by:
Dr.Shebendra karmakar
Ph.D in Natural Health Care,USA
Web: www.adapto-medicine.blogspot.com
No comments:
Post a Comment